মাসুদুর রহমান মাসুদ: আশাশুনির শোভনালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী এস,এম মনিরুজ্জামান ডালিম এর পক্ষ থেকে গরীব দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) শোভনালী ইউনিয়নের গোদাড়া, বাটরা, বৈকরঝুটি, বালিয়াপুর, শোভনালী, বাকড়া, বসুখালি, শালখালী, বদরতলা সহ বিভিন্ন গ্রামের গরীব অসহায় ২০৫টি পরিবারের মাঝে সেমাই, চিনি, নুডলস, গুড়াদুধ সহ অন্যান্য ঈদ সামগ্রী উপহার হিসিবি বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরনকালে ইউপি চেয়ারম্যান প্রার্থী আশাশুনি উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এস,এম মনিরুজ্জামান ডালিম সহ তার সাথে উপস্থিত ছিলেনসিপিপি টিম লিডার আবুল হোসেন, সিপিপি সদস্যশহিদুল ইসলাম, সমাজ সেবক হারুন আর রশিদ, মুর্শিদ, শফিকুল ইসলাম, মেদেী হাসান মিঠু ও শফিকুল ইসলাম রনি প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী ডালিম এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রাপ্তরা সন্তোষ প্রকাশ করেন।