আবু হাসান, কেশবপুর প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারি গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহ‚র্তে প্রচারণা জমে উঠেছে।প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। তারা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ ইউনিয়নে ৯টি গ্রাম নিয়ে ৯টি ওয়ার্ড রয়েছে। ভোটার ১৭০৯২ জন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে লড়ছেন স্বতন্ত্র তিন প্রার্থী। সাধারণ মেম্বর ৩৭ ও সংরক্ষিত মেম্বর পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা বিভিন্ন উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান,গত ইউপি নির্বাচনে তিনি নৌকা মার্কা পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নম‚লক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সহায়তায় বাকি উন্নয়নম‚লক কাজ সম্পন্ন করবো।
পাঁচ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে জনগণ আবারো আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
স্বতন্ত্র চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী এস এম মাসুদুর রহমান বলেছেন, জনপ্রতিনিধিদের ম‚ল কাজ জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়নম‚লক কাজ করা।চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সম্পৃক্ত রেখে রাস্তা, কালভার্ট উন্নয়ন করা করা হবে। এলাকার অসহায় মানুষকে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেয়া হবে।ইউনিয়নকে মাদক, সন্ত্রাসমুক্ত করা হবে। ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা সহ শিক্ষার মান উন্নয়নে ভ‚মিকা রাখা হবে। যদি সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হয় তাহলে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ।
আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম আলিমুজ্জামান রানা বলেন, আামার পিতা এস এম আলী রেজা দীর্ঘ বছর চেয়ারম্যান ছিলেন। গৌরীঘোনা ইউনিয়নবাসিকে তিনি সেবা দিয়েছেন।করোনাকালীন দুই বছর এলাকার অসহায় মানুষদের খাদ্য সহায়তা,শীতবস্ত্র বিতরণ করেছি।যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শেখ রুবেল বলেন,ইউনিয়নবাসির শান্তি বজায় রাখা ও তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এবারের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি।জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।তবে নানা কারণে ভোটারদের মাঝে সংশয় দেখা দিয়েছে তারা কি ভোট দিতে কেন্দ্রে যেতে পারবে? যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমি জয়লাভ করবো।