কলারোয়া সরকারী পাইলট হাইস্কুল
নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাইকেল রাখার গ্যারেজ না থাকায় প্রতিনিয়ত সাইকেল চুরি এবং রোদ বৃষ্টিতে সাইকেল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। অভিযোগের ভিত্তিতে সোমবার (১৩ নভেম্বর) সরেজমিনে যেয়ে দেখা যায়, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় দিনে সকলের উপস্থিতির কারনে স্কুলের মূল ফটকে যানযটের সৃষ্টি। যানযটের কারন জানতে চাইলে নবম শ্রেণীর শিক্ষার্থী তওফিক জানান, এখানে সাইকেল রেখে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা শেষে সাইকেল ফিরে না পাওয়ার শঙ্কায় নিজেদের মত করে কয়েকটি সাইকেল একত্রে নিরাপত্তা তৈরি করে রেখে যেতে হয়। পরীক্ষা দেওয়ার মধ্যেও ভয় হয় পরীক্ষা শেষে সাইকেল পাব তো? আবার খোলা আকাশের নিচে রোদে সাইকেল রেখে গেলে পরীক্ষা শেষে দেখা যায় সাইকেলে হাওয়া নাই। এমনি বিড়ম্বনার কথা বলেন এই শিক্ষার্থী। এ সময় কথা বলতে দেখে জাহিদুল নামের একজন অভিভাবক অভিযোগ করে বলেন, এত বড় একটা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীদের সাইকেল রাখার কোন গ্যারেজ না থাকার কারনে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে প্রতিনিয়ত সাইকেল নষ্ট হচ্ছে। এমনকি মাঝে মাঝে সাইকেল চুরি হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এই স্কুলে কোন শৃঙ্খলা আছে বলে মনে হয় না। আজকে বার্ষিক পরীক্ষা শুরু অথচ এখানে শৃঙ্খলার বালাই লক্ষ করা যাচ্ছে না। পরীক্ষা শুরুর সময় হলেও ক্লাসরুমে বসা নিয়ে চলছে নানা জটিলতা। ছোট ছোট বেঞ্চে তিন জন করে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেখানে দুই জন বসে পরীক্ষা দেওয়া কঠিন। পর্যাপ্ত ক্লাসরুম থাকলেও সেখানে পরীক্ষা না নিয়ে গাদাগাদি করে পরীক্ষা নেওয়ায় অভিভাবকরা বিরক্তি প্রকাশ করেন প্রতিষ্ঠানের উপর। এ সকল বিষয়ে সহকারী প্রধান শিক্ষক আ: রকিব বলেন, সকল অব্যবস্থাপনা দূর করে অতি দ্রুত সাইকেল শেড নির্মানের ব্যবস্থা করা হবে।
শেড না থাকায় রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের সাইকেল
পূর্ববর্তী পোস্ট