এসএম আতিয়ার রহমান, মনিরামপুর: মনিরামপুর আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঈগল প্রতীকে বিজয়ের কোনো বিকল্প নেই এবারের জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাফেজ আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের ৯ জন মাঝি এবং আওয়ামী লীগের জনপ্রিয় ও পরিচিত অসংখ্য নেতৃবৃন্দ। আর দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেন এক অন্য রকম মায়ায় বাঁধা পড়েছে ঈগল প্রতীকের পক্ষে। প্রার্থী এসএম ইয়াকুব আলীকে দেখা মাত্রই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। রোহিতা, ঝাঁপা, খেদাপাড়া, চালুয়াহাটী, মশ্মিমনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় এমন দৃশ্য দেখা গেছে। এবারের নির্বাচনে নৌকা প্রতীকের পাশাপাশি দলের কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হলে বাঁধা নেই এবং স্বতন্ত্র প্রার্থী হবার নির্দেশনা থাকায় ঈগল পাখি প্রতীক নিয়ে অংশ নিয়েছেন ক্লিন ইমেজের প্রার্থী ইয়াকুব আলী। তার পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কাজ করছেন শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকার ৯ প্রার্থী। এরা হলেন কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, নেহালপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসাইন, ঝাপা ইউপি চেয়ারম্যান ছামসুল হক মন্টু। এছাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া খানপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ মিলন, হরিহরনগর ইউনিয়নের মাষ্টার জহুরুল ইসলাম, চালুয়াহাটী ইউনিয়নের আবুল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়নের এরশাদ আলী,ভোজগাতী ইউনিয়নের আসমাতুন্নাহার, এবং এর আগের নির্বাচনে নৌকা প্রতীক পাওয়া রোহিতা ইউনিয়নের আনসার আলী। এছাড়া আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী সমর্থকরা সক্রিয়ভাবেই ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী কাজ করে চলেছেন। এদিকে, সাধারণ মানুষের মুখে মুখে ইয়াকুব আলীর নাম ছড়িয়ে পড়েছে এবং ভোট দেয়ার সুযোগ পেলেই ঈগল পাখি প্রতীকে ভোট দিবেন বলে সর্বত্র একই প্রচার হচ্ছে। এই কাঙ্খিতল প্রার্থীর আগমনের খবর পেলেই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এস এম ইয়াকুব আলীকে এক নজর কাছ থেকে দেখার জন্য।