আবু হাসান, কেশবপুর থেকে:
যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে বলে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী কুচক্রী মহল বিদেশিদের কাছে সরকারের ভাবম‚র্তি ক্ষুন্ন করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সোমবার বিকেলে কেশবপুর উপজেলার ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের ভিশন ২০২১ ঘোষণায় দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০৪১ এ উন্নত দেশ হবে। স্বাধীনতা বিরোধীরা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে গত ২১ বছর দেশ লুটপাট করে খেয়েছে। আজ জাতির জনকের কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
৯ নং গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান (হাবিব) এর সঞ্চালনায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল,
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম রুহুল আমিন৭ নং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ জসিম উদ্দীন, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবীর পিয়াস, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ কাজল সরদার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্যতম নেতা ইউপি সদস্য এস এম আফজাল হোসেন, ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলক চক্রবর্তী, ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম সদস্য মোঃ রাসেল মোড়ল প্রমুখ