প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় খালাসের রায়ে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল
কামরুল হাসান।। শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার উচ্চ আদালত এই রায় দেন। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়ায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সকলেই বেকসুর খালাস পাওয়ায় কলারোয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে কলারোয়া পৌরসভা চত্বরে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উল্লেখ্য, এ মামলায় কারাগারে বিনা চিকিৎসায় ৪ বিএনপি নেতা-কর্মী মৃত্যুবরণ করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, গোলাম রসুল, ইয়াছিন আলি, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক জিএস এম এ রব শাহিন, মীর রফিকুল ইসলাম,
বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান রঞ্জু, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুল আনম রিপন, রুহুল আমিন খোকন, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, আবু জাফর, আলমগীর, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু, কাইফুর রহমান সৈকত, অংকুর প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.