রুবেল হোসেন: আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৯ জুলাই) বিকাল ৪ টায় সাতক্ষীরাস্থ খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীিগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন রতন, জেলা কুষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত থেকে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, “গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌছে দিয়েছে। আজকে বিএনপি সহ কতিপয় নামধারী দল সংবিধানকে উপেক্ষা করে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছে। নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকারের যে তিক্ত অভিক্ততা সেটি বাংলাদেশের মানুষের মনে আছে। বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন নির্দলীয় নিরপেক্ষ কোন ব্যক্তি নেই। তিনি বলেছিলেন শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। আজকে সেই দলের নেতারা বলছেন তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সে নির্বাচনে সাতক্ষীরার ৪ টি আসনে যারা দল থেকে মনোনীত হবেন আমরা সর্ব শক্তি প্রয়োগ করে ৪ টি আসনেই নৌকাকে বিজয়ী করবো। ”
আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠানো তো দূরের কথা কোন কিছু করাও সম্ভব নয় বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সাধারণ মি.নজরুল ইসলাম।
সমাবেশে অংশ নিয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লেিগর সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদ্য এসএম জগলুলর হায়দার বলেন, “আজকে ঘরে বসে থাকার সময় নাই, নেত্রী ডাক দিয়েছে, রাস্তায় নামতে হবে, ঔ জামায়াত-বিএনপি অপশক্তিকে রাজপথে জবাব দিতে হবে। প্রত্যেকটি উপজেলায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কেউ সন্ত্রাস সৃািষ্টর চেষ্ঠা করলে তাদের দাত ভাঙা জবাব দিতে হবে। আমরা সার্বক্ষনিক রাস্তায় থাকবো এবং রাজপথ দখলে রাখবো। এই অন্যাায় আবদার, তত্বাবধায়ক সরকার কখনোই হবে না। শেখ হাসিনার অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ”
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, “আমরা কোন অশান্তি-অনাচার চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সে নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্বাবধায়কের কথা বলে দেশকে অরাজতার দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। দেশের জনগণ যথেষ্ঠ সচেতন। আমরা দেশের জনঘণকে সাথে নিয়ে আগামী নির্বাচন করবো এবং সে নির্বাচনে আমরা জয়লাভ করবো।”
সমাবেশ থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে সাতক্ষীরা নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষকলীগ, তাতী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।