সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা শেখ হারুন উর রশিদ এর মাতা হাসিনা খাতুন(৮০) আর নেই। তিনি গত রবিবার বাদ যোহর বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন...(তথ্য বিবরণী)। দুই দফা জানাযার নামায শেষে পাইকগাছার গদাইপুরে মরহুমার দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।