জাতীয় ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবারের দেওয়া ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি। রবিবার (৬ আগস্ট) জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে জাসদকে যুক্ত করে শেখ সেলিমের বক্তব্য রাজনৈতিক দুরভিসন্ধিমূলক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। শেখ সেলিম বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠী এবং খুনি গোষ্ঠীর পাকিস্তান পন্থার রাজনীতির ধারকদের আড়াল করার উদ্দেশ্যেই মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালিয়েছেন। এতে বলা হয়েছে, জাসদ কখনোই ষড়যন্ত্রের রাজনীতি করে নাই। বঙ্গবন্ধুর হত্যাকারী গোষ্ঠীর সঙ্গে বঙ্গবন্ধু হত্যাকা-ের পূর্বাপর কর্নেল তাহের বা হাসানুল হক ইনু বা জাসদের কোনও পর্যায়ের নেতাকর্মীর কোনও যোগাযোগ ছিল না। জাসদ বঙ্গবন্ধুর হত্যাকা-ের সুফলভোগীও নয়। বঙ্গবন্ধু হত্যা মামলার এজাহার, এফআইআর, তদন্ত, চার্জশিট, সাক্ষীদের জেরা ও সওয়াল জবাব, চার্জের ওপর আদালতে যুক্তিতর্ক, আদালতের রায় ও রায়ের পর্যবেক্ষণের কোথাও জাসদ বা জাসদের কোনও নেতার নাম পর্যন্ত উচ্চারিত হয়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর হত্যাকা-ের সঙ্গে জাসদকে যুক্ত করে বক্তব্য প্রদানকারী শেখ সেলিম ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার আপন মামা বঙ্গবন্ধু ও আপন ভাই শেখ মনির লাশ ফেলে রেখে বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে যুক্ত তৎকালীন আমেরিকার দূতাবাসে গিয়ে কী করেছিলেন তা জাতি জানতে চায়। শেখ সেলিম অতীতের মতোই ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপি-জামায়াতকে খুশি করার সুবিধাবাদী ষড়যন্ত্রের পথে হেঁটে চলেছেন।