নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেখ রাসেল দিবস ২০২৩ পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা কালেক্টর পার্ক চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন করেন সাতক্ষীরা এলজিইডি’র কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থি ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক হোসেন, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল র্যালি ও আলোচনা সভায় অংশ নেন তারা।