শুদ্ধাচার পুরস্কার পেলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান। বুধবার দুপুরে পুলিশ হেড কোয়াটার্সের কনফারেন্স কক্ষে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম হাত থেকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এ পুরস্কার গ্রহন করেন। জানাগেছে, যশোর জেলার কেশবপুর থানা বড়েঙ্গা গ্রামের লুৎফর রহমানের পুত্র মো: সজীব খান। ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রথমে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বিভাগে যোগদান করেন। পরে পদোন্নতি সূত্রে তিনি খুলনা জেলা, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং কুমিল্লা জেলা সহ তৎপর সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি প্রায় দুই বছর যাবৎ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, নাশকতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভালকাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম। পুরস্কার প্রদান কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ পুলিশ হেড কোয়াটার্সের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান
পূর্ববর্তী পোস্ট