
মোঃ আকবর হোসেন,তালা: উপজেলার কলেজ পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীতে তালা মহিলা ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ার হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১০ ফেব্রুয়ারী তালা শিল্পকলা একাডেমীতে ৩টি কলেজ জাতীয় সংগীত প্রতিযোগীতা অংশগ্রহন করে। তালা সরকারী কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ এবং তালা মহিলা কলেজ।
দলগত জাতীয় সংগীত উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। ভুমিজ ফাউন্ডেশনের পরিচালক ও প্রভাষক অচিন্ত শাহার উপস্থাপনায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাষ কুমার দাশ. অন্যান্য বিচারক হিসেবে দায়িত্বপালন করেন রির্সোস সেন্ট্রারের ইন্সট্রেক্টর বৈদ্যনাথ,সহকারী শিক্ষা অফিসার যতি শংকর, শিক্ষক আসাদুজ্জামান রিপন। প্রতিদলে ১০জন করে শিক্ষার্থী অংশগ্রহন করে। মহিলা কলেজের ছাত্রীদের মধ্যে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীতে অংশগ্রহন করেন কলেজের ছাত্রী বন্নি গুহ, সুপ্রিতা রায় প্রিতু,ফাতেহা নাশরুম,অতশি মজুমদার,সামিয়া ইয়াসমিন,সেতু ঘোষ, পরমা দত্ত, সোনালী সরদার,বৃষ্টি দেবনাথ এবং প্রত্যাশা সরকার কাজল।