প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
শীত আসে: বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।
পৌষ মাসে শীত আসে,
যাবে মাঘ মাসের শেষে।
সূর্য্যি মামা উঁকি মারে
পাতার ফাঁকেফাঁকে।
শীতকালে শীত আসে,
মন হয় খুব উদাস।
কথায় আছে
এক মাঘে শীত যায়না,
এর বিপরীতে
কারো পৌষ মাস কারো সর্বনাশ।