আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলা সদরের শীতলপুর কুলসুমিয়া এতিমখানার ছাত্রদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জোব্বা, পাগড়ী, টুপি, আতর ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বাদ জোহর প্রত্যেক হাফেজ ছাত্রদের মাঝে উপহার সামগ্রীর এ প্যাকেজ বিতরন করা হয়।
এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আকরাম হোসেন এতিমখানায় অধ্যয়নরত ৩৭ জন হাফেজ ছাত্রের হাতে উপহার সামগ্রী তুরে দেন। এসময় সমাজ সেবক শরিফুল ইসলাম খান বাবু, প্রতিষ্ঠাতার পুত্র তাহিয়ান হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম, এএসআই কবির হোসেন, প্রতিষ্ঠানের সেক্রেটারী মনিরুল ইসলাম, সদস্য গোলাম রসুল গাজী, এতিমখানার হুজুর হাফেজ ওলি আজম, আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।