
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: দুঃস্থ-প্রতিবন্ধীদের সহায়তায় বন্ধুত্বের সংগঠন ফোরাম ৮৭, সাতক্ষীরার পক্ষ থেকে ডাঃ এম আর খান শিশু হাসপাতাল, সাতক্ষীরায় আর্থিক সহযোগিতা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে শিশু হাসপাতালে ফোরাম, ৮৭, সাতক্ষীরা আর্থিক সহযোগিতা (২২ হাজার টাকা) হস্তান্তর করা হয়। চিকিৎসা নিতে আসা দুঃস্থ /প্রতিবন্ধীদের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও কোষাধ্যক্ষ ডাঃ আরমান-এর নিকট সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, প্রাক্তন সভাপতি সেলিম আকতার, সহ-সভাপতি হাফিজুর রহমান খান, প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন এবং হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ফোরাম ‘৮৭, সাতক্ষীরা বিভিন্ন সময় সমাজের দুস্থ-প্রতিবন্ধীদের সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। গতবছরের ন্যায় এবছরও সুইড খতিমুন্নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলের দুঃস্থ প্রতিবন্ধী শিশুদের পুষ্টি, শিক্ষা ও বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করে।