
রমজাননগর প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার দেওয়া গ্রামের বিদেশ প্রবাসি মোঃ শাহানাজ উদ্দিন সেলিমের পুত্র মোঃ মাহমুদুল হাসান শিমুল (১৮) আজ চারদিন ধরে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে শিমুলের ফুফা শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মৃত শওকত আলী মোল্যার পুত্র মোঃ রফিকুল ইসলাম ২৩/১০/২০১৯ ইং তারিখে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন । যার নং – ৯৬০। ডায়েরী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দাঁতের ডাক্তার হিসাবে প্রাক্টিস করার জন্য গত ২০/১০/২০১৯ তারিখ সকালে শিমুল বাড়ী থেকে বাহির হয়ে কালিগঞ্জ অভিমুখে যায়। সেদিন বাড়ীতে না ফেরার পর থেকে পরিবারের সদস্যরা তাকে খুজতে থাকে। শিমুলের সকল আতœীয় স্বজনদের বাড়ীতে খোজ নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। কেউ সন্ধান পেলে শিমুলের ফুুফা মোঃ রফিকুল ইসলাম ০১৯৯৮০৪৬০৪৫ নং যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।