সরদার আবু সাইদ: শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওবায়দুর রহমান (মানি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিলেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান। শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নিষ্পাপ মুখের মিষ্টি হাসির সঙ্গে রঙিন বইয়ের ঝাঁপি এনে দিল নতুন বছরের নতুন আনন্দ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী, এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রনজিত সরকার। বিদ্যালয়ের এস,এম,সি কমিটির সদস্য, প্রকাশ সরকার, মোঃ মিজানুর রহমান, মোঃ আদম আলী, ডাঃ সুকুমার সরকার, পূষ্ রাণী। এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ তৌহিদুর রহমান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার শর্মা।
শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন
পূর্ববর্তী পোস্ট