
সরদার আবু সাইদ: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (মানি)’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, সাতক্ষীরা সি.এন্ড.এফ এর সাধারণ-সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মোস্তাফিজুর রহমান (নাসিম) বলেন, জীবনে মানুষের মত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিয়ে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই তারা বড় হয়ে এদেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেছেন। এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থী নিজেদের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার আহবান করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য থানা আ’লীগের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক আকবর আলী , ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সুমন হোসেন । এসময় বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে সচেতন হবার পরামর্শ দেন। মূল্যবান সময়ের অপচয় না করতে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার তাগিদ দেন বক্তারা ফল প্রকাশ অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের দারিদ্র কল্যাণ ফ্যান্ড থেকে বিদ্যালয়ের শতাধিক দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিক্ষক মনিরুল ইসলাম (আলিম), বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, বিদ্যালয়ের মানেজিং কমিটির সদস্য, প্রকাশ সরকার, মোঃ মিজানুর রহমান, মোঃ আদম আলী, ডাঃ সুকুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান, ইউপি সদস্য বাবু মনোরঞ্জন কুমার, বাবু পরিমল কুমার সরকার প্রমুখ।