সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানসহ চার জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী
আব্দুল্লাহ আল মাহফুজ: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলীকে খুন জখমের হত্যার হুমকির প্রতিবাদে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানসহ চার জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সাধারণ ডায়েরী নং ৫৪৯, তারিখ: ১০ জুলাই ২০২৩। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে ও সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান (৫২), গদাঘাটা গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে মো. আবুল কাশেম (৪৭), পায়রাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) ও মোকাম্মেল সরদারের ছেলে মো. রাসেল (৩৫) এর সাথে শিবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলীর দীর্ঘদিন যাবত রাজনৈতিক কোন্দল ছিল। সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান একাধিক নাশকতা মামলার আসামীকে আ.লীগে অর্ন্তভুক্ত করার বিষয়ে শওকত আলী প্রতিবাদ করায় মিজানুর রহমানসহ তার সঙ্গিরা ক্ষিপ্ত হয়ে শওকত আলীকে খুন জখমের হুমকি দেয় এবং বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। মিজানুর রহমান ও আবুল কাশেম এর পূর্বেও শওকত আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছিল। উক্ত বিষয়ে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা করা হয়, মামলা নং ৫৫, তারিখ ২০ জুলাই ২০১৪। ২০২৩ সালের ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা রাজ্জাক পার্কের পুরাতন শহিদ মিনারের পাশে বসে বিবাদীরা আমাকে হত্যার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং আমি একা একা চলাচলের সময় আমাকে খুন জখম করিবে বলিয়া বলা বলি করিতে থাকে। বর্তমানে তাদের ষড়যন্ত্রে শিবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শওকত আলী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারটি।