নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গায় ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হুমাউন মল্লিকের পুকুরের দক্ষিণ পাশ থেকে ফিরোজা খাতুনের ক্রয়কৃত জমিতে অবস্তিত গোডাউন হয়ে পাকা রাস্তা পর্যন্ত ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে।
শিয়ালডাঙ্গা গ্রামের সাথী অভিযোগ করে বলেন, ২০২২ সালে আমার বোন ফিরোজা খাতুন ৭ লক্ষ টাকা দিয়ে ২০ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমির উপর দিয়ে জোরপূর্বক এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। উক্ত জমির দলিল নং-৪৭৩৪/২০২২, উক্ত জমির উত্তরে রাস্তা, পুর্বে হুমাউনের পুকুর, দক্ষিণে আমার জমি এবং পশি^মে মুন্না খানের জমি। রাস্তা নির্মাণের ব্যাপারে চেয়ারম্যান বলেছেন, অন্য শরীকদের জমি থেকে ২ ফুট করে মোট ৪ ফুট জমি ফিরোজা খাতুনের অংশে দিয়ে দিবেন। কিন্তু আমাদের দাবী সেটি এখনই সমাধান করা হোক। সাথী খাতুন আরো বলেন, রাস্তায় প্রদত্ত জমি বাবদ আমাদের যে শরীকদের জমি থেকে ২ফুট করে দিতে চাচ্ছেন তারা এখন প্রবাসী। ফলে পরবর্তীতে এটা সমাধান হওয়া কঠিন হয়ে পড়বে। এজন্য বিষয়টি সমাধান করে রাস্তা নির্মাণ করার দাবী জানান তারা। এব্যাপারে শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, উক্ত জমির এস, এ এবং ডি, এস, এ মোতাবেক রাস্তা ছিল। পরবর্তীতে ইউনিয়ন পরিষদে উভয় পক্ষ আপোষ মিমাংসার মাধ্যমে ৯ফুট রাস্তা রাখার সম্মতি দেয়। বর্তমানে সাড়ে ৬ ফুট চওড়া ৩০০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে।