সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁন এর তদারকিতে অদ্য ২৭/১০/২০২৫ তারিখে শিক্ষিকা জারিন তাসনিম এর চুরি যাওয়া উদ্ধারকৃত একটি hp ল্যাপটপ ও একটি poco মোবাইল তার হাতে তুলে দেয়া হয় । গত ১৩/০৯/২০২৫ তারিখে সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা জারিন তাসনিম এর বাড়ি থেকে একটি hp ল্যাপটপ ও একটি poco মডেলের মোবাইল চুরি হয়ে যায়। পরে পুলিশের পরামর্শে তিনি গত ১৮/১০/২০২৫ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দিলে অফিসার ইনচার্জ জনাব শামিনুল হক সাতক্ষীরা থানার মামলা নং-৩৮/৫৫৫ তারিখ: ১৮/১০/২০২৫ ধারা: ৪৫৭/৩৮০ দণ্ড বিধি রুজু করে সদর থানাধীন কাটিয়া ফাড়ির এসআই (নি:) পিংকু মন্ডলকে তদন্তের দায়িত্ব দেন । সাতক্ষীরা জেলার পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন এর সার্বিক তদারকিতে কাটিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পিয়ার আলী এর নেতৃত্বে এসআই (নি:) পিংকু মন্ডল ও এএসআই মোহাম্মদ বোরহান শেখ তথ্য প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ওই দিনেই (১৮/১০/২০২৫ তারিখে) আসামি মোঃ নাজমুল শেখ ওরফে শিমুল কে গ্রেফতার করে তার বাড়ি হতে চুরি যাওয়া hp ল্যাপটপ ও poco মোবাইল উদ্ধার করেন ও আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অদ্য বিজ্ঞ আদালতের নির্দেশে উদ্ধারকৃত hp ল্যাপটপ ও poco মোবাইলের প্রকৃত মালিক শিক্ষিকা জারিন তাসনিমের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ ।