এসএম মুকুল, ব্রহ্মরাজপুর: সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির বিদ্যুতশাহী সদস্য শেখ আবু আহাদের সভাপতিত্বে পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম শিক্ষা মন্ত্রালয় এর আওতায় বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে আজকের এই প্রাপ্ত অর্থ শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার জন্য খরচ করবে সাথে সাথে তারা নিয়মিত স্কুলে আসা, নির্ধারিত সময়ের আগে বিয়ে না করা ও বেশি বেশি পড়াশোনা করে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তোলার কথা বলেন। অতঃপর প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এ সময় অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।