কামরুল হাসান, কলারোয়া থেকে: কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভ‚মিকা রেখে চলেছে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ। আদর্শ মানুষ গড়ার স‚তিকাগার হিসেবে কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলছে। এই কলেজের শিক্ষাপদ্ধতি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকছে সবখানে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় সাবেক এমপি হাবিবের কলারোয়ার নিজ বাসভবনে অনুষ্ঠিত কলেজের নবগঠিত অ্যাডহক কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
এ সময় নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের নেতৃত্বে ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকমÐলী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিবাদন জানান। হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজকে আমরা এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। মান সম্পন্ন পাঠদানের সুগম পরিবেশ করে দিতে চাই।
কলেজের অবকাঠামোসহ সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা আমরা দঢ় প্রত্যয়ী। তিনি কলেজের সর্বাঙ্গীণ উন্নতি ও মঙ্গল কামনা করে সম্মানিত শিক্ষকমÐলীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহŸান জানান। কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, আবদুর রাজ্জাক, এএইচএম কামরুজ্জামান পলাশ, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, খলিলুর রহমান, মীর কাসেম আলি, শেখ জাহিদুর রহমান, আনারুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।