নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে সেঞ্চুরি একাডেমির হাসিমুখের উদ্যেগে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আল-আমিন মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়েছে। আল আমিন মহিলা মাদসার সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. কাজল কর্মকার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং সেঞ্চুরি একাডেমির পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, শিক্ষক আব্দুল গনি, আব্দুল মান্নান, মাও. মুক্তারুল হাই প্রমুখ। বৃক্ষ রোপন কর্মসূচিতে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ করা হয় পরে প্রতাপনগর ও আনুলিয়া পরিষদের মাধ্যমে ১শ করে আমের চারা বিতরণ করা হয়।