সাতনদী অনলাইন ডেস্ক:
শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করীমের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বরিশাল নগর ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ কমিশনারের নির্দেশে তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মাহির বিরুদ্ধে রেজাউল করীমকে নির্যাতন করে হত্যার অভিযোগের বিভাগীয় তদন্ত চলছে বলে জানান বিএমপি কমিশনার।
এদিকে নিহত রেজাউলের বাবার দায়ের করা মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বরিশালে রেজাউল করীমকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। মঙ্গলবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলাটি দায়ের করেন মৃত রেজাউলের বাবা ইউনুস মুন্সী।