নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাঙ্গনে যেন ছাত্র সংসদ নির্ভর রাজনীতি হয়, সেটি নিয়ে আমাদের(ছাত্রদলের)প‚র্বে থেকে চিন্তাভাবনা আছে এবং ভবিষ্যতেও আমরা ছাত্র সংসদ নির্ভর রাজনীতি করতে চাই। শনিবার(১৯ অক্টোবর) বেলা ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এঁর দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের করা প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর দেশে একটি ফ্যাসিবাদ কায়েম হয়েছিলো। আমরা মনে করি শিক্ষার্থীদের আমাদের বিষয়ে জানার এবং বোঝার অধিকার রয়েছে। প্রতিটি ছাত্র সংগঠনের বিষয়ে শিক্ষার্থীরা চিন্তাভাবনা করবে, তারা মতামত দিতে পারবে। শিক্ষার্থীদের পার্থক্য বোঝার সময়টুকু দিয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটি অত্যন্ত ফলপ্রস‚ হতে পারে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আরো বলেন, এই এলাকার গণমানুষের প্রিয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিশ্বের অন্যতম স্বৈরাচারী সরকার প্রধানের রোষানলে পড়ে দীর্ঘ বছর মিথ্যা মামলায় কারাভোগ করেছেন।
দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত এই জনপ্রিয় নেতাকে ফরমায়েশি রায়ে ৭০ বছর সাজা দেওয়া হয়। যা নজিরবিহীন ঘটনা। লিফলেট বিতরণকালে কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষের ছবি সম্বলিত প্রচারপত্র বিলি করেন নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান পলাশ ও মারুফ উল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের কাইফুর রহমান সৈকত, আবিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির কলারোয়ায় আসায় তাঁকে শুভেচ্ছা জানান কলারোয়া উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, পৌর সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কার ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ.সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলি, সাবেক ছাত্রদল নেতা এসএম খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান রনজু, আরিফুল আনম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু, সদ্য কারামুক্ত শহিদুল ইসলাম, খোকন, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক প্রভাষক আব্দুস সালাম দিলুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপজেলার কাজিরহাট বাজারে অনুরূপভাবে লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণ করেন। সেসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ.সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মৎস্য সম্পাদক সাবেক মেম্বার নজরুল ইসলাম, সহ.সম্পাদক রাশেদ জামিল মিলন, জেলা যুবদলের সাবেক সহ.সভাপতি সরদার মুনছুর আলী, বিএনপি নেতা নেফেজ উদ্দীন, সরদার জিয়া, বাবু, শাহ আলম, হাফিজুর জুয়েল প্রমুখ।