
বিনোদন ডেস্ক:
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় আলোচিত এই সিনেমা। এখনো বক্স অফিসে ছুটছে ‘পাঠান’। শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ।
এদিকে, ‘জওয়ান’ সিনেমার দৃশ্য ফাঁস হয়ে গেছে; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। ফাঁস হওয়া একাধিক স্থিরচিত্রে দেখা যায়, শাহরুখের মুখে জ্বলন্ত সিগারেট। পরনের বেল্ট খুলে কাউকে বেধড়ক মারধর করছেন।
অন্যদিক শাহরুখ খানের একটি ফ্যান পেজ থেকে একটি টুইট করা হয়েছে। তাতে অনুরোধ করে লিখেছে, সকল ভক্তদের অনুরোধ করছি, দয়া করে কেউ জওয়ান সিনেমার স্থিরচিত্র বা ভিডিও ফাঁস করবেন না।
গত বছরের ৩ জুন মুক্তি পায় ‘জওয়ান’ সিনেমার টিজার বা টাইটেল অ্যানাউন্সমেন্ট। আর প্রকাশের পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে টিজারটি, যা ইউটিউবে ট্রেন্ডিং করেছে। শাহরুখের লুক দেখে ভক্তরা বুঝে নেন, এটি ধুন্ধুমার অ্যাকশন সিনেমা এটি।
‘জওয়ান’ সিনেমার পরিচালনা অ্যাটলি কুমার তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন পরিচালক। ‘বিগিলি’, ‘মেরশাল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন তিনি। মূলত অ্যাকশন সিনেমার পরিচালক হিসেবেই বিখ্যাত অ্যাটলি। শাহরুখের সঙ্গে এটা তার প্রথম কাজ।
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। ২০২৩ সালের ২ জুন হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।