
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়াডে অবস্থিত ঐতিহ্যবাহি শাল্যে হাজী হেদায়েতউল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় ৪ জন ছাত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছে ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ অহিদুজ্জামান অহিদ এর ছবক নেওয়ার মধ্যদিয়ে শাল্যে গ্রামের মোঃ কামরুল ইসলামের পুত্র হাফেজ মোঃ ইকবাল হাসান, মোঃ শওকত আলীর পুত্র হাফেজ সিয়াম হোসেন , ঝাউডাঙ্গা গোবিন্দকাটি গ্রামের শাহাজুল ইসলামের পুত্র হাফেজ মোঃ মুত্তাসিম বিল্লাহ, কলারোয়া মুরারিকাটি গ্রামের মোঃ অহিদুর রহমানের পুত্র হাফেজ মোঃ জুবায়ের আহমেদ হেফজ শেষ করেছে।
এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ি মাদ্রাসার সাবেক অধ্যাপক আব্দুল ওয়ারেছ, পশ্চিম মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তফা কামাল সাদ্দামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে কোরআনের হেফজ সম্পন্ন ছাত্র ও তাদের লজিংম্যান সহ এলাকার সকল মৃত্যু ব্যাক্তির রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক হাফেজ আতাউর রহমান মনি।