মুক্তার হোসেন,শার্শা প্রতিবেদক: যশোরের শার্শার সেতাই বাজার এলাকা থেকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ রাসেল হোসেন(২০) ও ফারুফ হোসেন(২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, শার্শার গোগা গ্রামের জামাল হোসেনের ছেলে রাসেল হোসেন ও একই গ্রামের শাহিন আলী’র ছেলে ফারুক হোসেন।
সোমবার যশোর র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন সেতাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয়েছে।