সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শা উপজেলার ৮নম্বার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রমুখ।