সোহাগ হোসেন, শার্শা প্রতিবেদক: যশোরের শার্শায় আশরাফুল ইসলাম আশা (২৫) নামে এক ইমামকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো তিনি মোটরসাইকেলযোগে নাভারণ হতে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথে ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তার পথ গতিরোধ করে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরশাফুল ইসলাম (আশা) যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং তিনি উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। আশরাফুল ইসলামের পরিবারের অভিযোগ গত শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।