সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শায় বিরল প্রজাতির তক্ষক প্রাণী সহ দুই ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত দশটার সময় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। আটককৃত দুই ব্যাক্তি হলেন শার্শা উপজেলার মাঠিপুকুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে, মো. করিম হোসেন (৪৬) ও একুই এলাকার মৃত গোলাম নবীর ছেলে, হাফিজুর রহমান (৫৬)। ডিবির অফিস সূত্রে জানা গেছে, তক্ষক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আবু হাসানের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে আটক করে। যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার জানান, এবিষয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।