সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শায় পথচারীকে বাঁচাতে গিয়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল রানা (৩৫) ও গোলাম ফারুক (৩৯) নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে রাজ কুমার রায় রাজন (৩০) নামে অপর আরো একজন যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর ইউনিয়ন ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে সোহেল রানা, ও কোতোয়ালী থানার গাজী পাড়া সদর ইউনিয়নের আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক। আহত অপর যুবক রাজ কুমার রায় রাজন মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্য যাচ্ছিল। পতিমধ্যে শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌছালে এ সময় এক পথচারী পাগল রাস্তা পারাপার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সোহেল রানা নামে এক যুবক নিহত হয়। বেনাপোল ফায়ার সার্ভিসের ইস্টিশন মাস্টার রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজন'কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করি। এবং কোন বাদী না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।