নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্তে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার এবং জেলা পুলিশের নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি পূজা উদযাপন কমিটিসহ মন্দির কমিটির মনোনয়নকৃত পোষাক পরিহিত স্বেচ্ছাসেবকদের ২৪/৭ উপস্থিতি নিশ্চিত করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’র সভাপতি বিশ্বনাথ শাহ, জেলা পূজা উদযাপন পরিষদ’র সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।