এম,এ কালাম, কলারোয়া: প্রধানমন্ত্রী কর্তৃক শাপলা কাব এ্যাওয়াডের জন্য মনোনীত সাতক্ষীরা জেলার চারজন শিক্ষার্থীর মধ্যে তিনজনই কলারোয়া উপজেলার। ২০১৯ সালের কাব এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা সবাই কলারোয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী।
কৃতি শিক্ষার্থীরা হলো- শেখ আব্দুল্লাহ আল্ ফারাবী রেজা, রিশাদ মোস্তফা ও নোশাইবা শারমিলি। দীর্ঘ কয়েক বছর ধরে স্কাউটে দেশ সেরার স্থানটিও দখল করে চলেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের নেতৃত্বে স্কাউট শিক্ষক অনুপ কুমার ঘোষের ঐকান্তিক প্রচেষ্টার জন্য এটা সম্ভব হয়েছে বলে জানান কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন।
এ সফলতার জন্য কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক অনুপ কুমার ঘোষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে ৩ কৃতি শিক্ষার্থী সহ তাদের বাবা মা'কে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান।