
প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক পত্রদূত এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ সম আলাউদ্দিনের মেজো ভাই ও শহীদ সম আলাউদ্দিন হত্যা মামলার বাদী সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের সম নাসিরুদ্দিন সরদার আর নেই। ২৬ জুলাই রাত সাড়ে ১২ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি—রাজেউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ২টার সময় তালা উপজেলার মিঠাবাড়ি ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।