প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে সিসডোর অন ট্রি ফর অন বেবি প্রকল্পের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা ও বঙ্গ-মাতার জ্যেষ্ঠ ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আজ ৭৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বেসরকারি সংস্থা সিসডো (সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে অন ট্রি ফর অন বেবি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এসময় অতিথিবৃন্দ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন আদর্শ ও জলবায়ু মোকাবেলায় বৃক্ষরোপণ ও বৃক্ষের নানাবিধ উপকারী দিক সম্পর্কে তুলে ধরেন। শনিবার (৫ আগস্ট) তালা উপজেলার খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকল্পটির শুভ উদ্বোধন করা হয়। উক্ত উনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক তাপস কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোল্ল্যা সাবীর হোসেন। উপস্থিত ছিলেন খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সবুর। এছাড়া উপস্থিত ছিলেন সিসডো সংস্থার সভাপতি জনাব মতিউর রহমান সহ আরো গণ্যমান্য ব্যক্তি বর্গ। সিসডো সংস্থার নির্বাহী পরিচালক তাপস কুমার মল্লিক জানান, প্রাথমিক ভাবে এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ২০ টি স্কুলে বৃক্ষরোপণ করা হবে। ও সেই সাথে খলিশখালী ইউনিয়নের প্রতিটি নবজাতক শিশুকে মূল্যবান গাছের চারা উপহার দেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.