
আব্দুর রশিদ: ২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ জেলা মহিলা আ.লীগ’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের আয়োজনে শহরের নিউ মার্কেট চত্বরে জেলা মহিলা আ.লীগের সভাপতি এড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঢাকাতে ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আ.লীগের নেতাকর্মীদের ওপর বিনা উস্কানিতে হামলা করেছে। জামায়াত বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়। সাতক্ষীরায় কাউকে আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না। বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। শান্ত সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে, হরতালের নামে আগুন সন্ত্রাস ও ভাংচুর করলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুলিশ হত্যা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগকারীদের প্রতিহত করাসহ বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের উচিত শিক্ষা দেয়া হবে। জেলা মহিলা আ.লীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও জেলা মহিলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।