নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ পৌর ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে শহরের সংগীতা সিনেমা হল মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে গোটা দেশে অশান্তি ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে। দেশের মানুষ তাদের যে অবরোধ ঘোষণা মেনে নেয়নি। আমাদের সাতক্ষীরাকে দেখে বোঝা যায়, সাতক্ষীরার জনগণ ও সাতক্ষীরার প্রত্যেকটা স্তরের মানুষ ভালো আছে। সাতক্ষীরার মানুষ তাদের হরতাল অবরোধ প্রত্যাখান করেছে। আমি সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানায়।’ সম্মানিত অতিথি হিসেবে সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা আওয়ামী লীগের সদস্য শিমুন সামস, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম প্রমুখ।