নিজস্ব প্রতিবেদক: শহরের দক্ষিণকাটিয়া এলাকায় বিরোধপ‚র্ণ জায়গায় জোরপ‚র্বক পিলার নির্মানের অভিযোগ উঠেছে।
পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বর্তমানে আতঙ্কিত হয়ে জীবন যাপন করছে একটি পরিবার।
ভুক্তভোগী আলহাজ্ব গোলাম মোস্তফা জানান, আমার বাড়ির প্রাচীরের সঙ্গে লাগিয়ে পিলার নির্মাণ করছে আনারুল ঢালী। এনিয়ে বিরোধে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে ফাঁড়িতে উপস্থিত হওয়ার কথা জানান। এরপর মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফাঁড়িতে আমি ও আমার দুই ছেলে উপস্থিত হওয়ার পর ফাঁড়ির অফিস রুমের মধ্যেই আমাদের মারপিট করা হয়। মারপিট করেন আনারুল ইসলাম, আব্দুর রহমান, শাহেদ, শাহিনসহ অজ্ঞাত একজন। পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে এ ঘটনায় বিভন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এদিকে শুক্রবার সকাল থেকে তারা পুনারায় তারা কাজ শুরু করেছে।
গোলাম মোস্তফা আরও বলেন, আমি তাদের কাজ করতে নিষেধ করলে তারা কাজ বন্ধ না করে পাল্টা আমিসহ আমার পরিবারকে মারপিট ও হত্যা করার হুমকি দিয়েছে। এব্যাপারে আমি পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই আমিসহ আমার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে জানতে কাটিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মিজানুর রহমানের কাছে কয়েকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।