দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া ইউনিয়নের ৪টি গ্রামকে পাইলটিং ভাবে শতভাগ স্যানিটেশন গ্রামের আওতায় আনা হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার উপজেলার পারুলিয়ায় ইছামতি পলিকেটনিক বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে শতভাগ স্যানিটেশন গ্রামের ঘোষনার আয়োজন করে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও বেসরকারি সংস্থা সুশীলন। যার অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সংস্থাটির পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে জরিপ পরবর্তী স্বাস্থ্যসম্মত স্যানিটেশনহীন পরিবারকে স্বাস্থ্যকরে রূপ দেওয়া হয়। অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শতভাগ স্যানিটেশন গ্রামের ঘোষণা প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুল সালেহীন, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ফিরোজ শাহ আলম প্রমুখ।