
ঈমান আলী: শংকামুক্ত নয় সাতক্ষীরা মেডিকেলের ডাষ্টবিনে কুড়িয়ে পাওয়া ছেলে নবজাকতটি। এখনো সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন আছে শিশুটি। আগাম ভূমিষ্ট হওয়া শিশুটি অপুষ্ট হওয়ার কারনে এখনো সম্পূর্ণরুপে শংকামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবিষয়ে হাসপাতালে কর্মরত নার্সরা জানান, শুক্রবার বিকালে দুজন মহিলা ভুল ঠিকানা দিয়ে এই অপুষ্ট ছেলে নবজাতক শিশুটিকে সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে ভর্তি করান। শিশুটির অবস্থা খুব একটা ভালো না থাকায় তৎক্ষনাৎ চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু শনিবার বিকালে সকলের আড়ালে ঔ দুইজন ব্যক্তি কখন শিশুটিকে ডাষ্টবিনে ফেলে রেখে যায় তা কেউই জানেনা। ঠিক ঐ সময় ডাষ্টবিনের পাশ দিয়ে চলা এক বৃদ্ধা মহিলা শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। ডাষ্টবিনের কাছে গেলে দেখতে পান ডাষ্টবিনে একটি নবজাতক পড়ে আছে। তখন তিনি উপস্থিত লোকজনের সাহায্যে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে ভর্তি করান। সেদিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে সেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছেন, বাঁকাল ১নং ইসলামপুরের বাসিন্দা সাতক্ষীরা মেডিকেলের সামনের চা বিক্রেতা মোঃ আব্দুস সালামের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম, তিনি তার মেয়ের জন্য শিশুটিকে দত্ত্বক ও নিতে চান। শিশুটির শারিরীক অবস্হায় বিষয়ে ইন্টার্নি চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ জানান, মেডিকেলের ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি এখনো পর্যন্ত শঙ্কামুক্ত নয়, এই আগাম ভূমিষ্ট হওয়া শিশুটির পুষ্টির ঘাটতি আছে, একটি স্বাভাবিক বাচ্ছার ওজন আড়াই থেকে ৪ কেজি হয়। কিন্তু এই শিশুটির ওজন মাত্র দেড় কেজি যে কারণে শিশুটির জীবন এখনো সংকটাপন্ন। তবে এখনো দুই দিন এই শিশুটিকে পর্যবেক্ষণ করা হবে, বর্তমানে শিশুটি ইনকিউবিটরের ভিতরে আছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।