প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ল কলেজের একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল স্টুডেন্টস ফোরাম এ-র বার্ষিক নির্বাচন শনিবার ১৯ অক্টোবর। সাতক্ষীরা ল কলেজ অডিটোরিয়ামে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪১৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আইনের শিক্ষার্থীদের মাঝে।
নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ল’ কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জেলার শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাবুদ্দিন সাজু। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও অর্থ সম্পাদক চারটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।