নড়াইল সংবাদদাতা:
নড়াইলের লোহাগড়ায় বিশিষ্ট কবি রানু হাফিজের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন, লেখক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর হল রুমে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শ ম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন, একাধিক বইয়ের লেখক রানু হাফিজ।
এসময় আরো বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাফিজুর রহমান, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুস ছালাম খান, সিনিয়ার সাংবাদিক কে এম আকরামুজ্জামান মিলু, শিক্ষক মুরাদ উদ-দৌলা, মো আবুল খায়ের, সহকারি অধ্যাপক বেলাল সানি, ব্যবসায়ী মো ফরিদুজ্জামান শিক্ষক,সাংবাদিকসহ এ সময় উপস্থিত ছিলেন।
কবি রানু হাফিজ বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যম একটি পরিচিত নাম। তার আসল নাম রওশন আরা আহমেদ খান বাবা মরহুম নাজির উদ্দিন আহমেদ খান মা মরহুমা রাজিয়া খাতুন, পৈতৃক বাড়ি ব্রাহ্মনবাড়িয়া নবীনগরের নাসিরাবাদ খাঁ বাড়ি। রানু হাফিজের জন্ম দিনাজপুর শহরে, তিনি দিনাজপুর স্কুল, কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ষাটের দশক থেকে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন। গল্প, প্রবন্ধ ও কবিতা লিখতে তিনি উৎসাহ বোধ করেন। জীবনের শুরুতে শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিলেও সেটি আর স্থায়ী হয়নি। স্বামীর কর্মস্থল আবুধাবিতে চলে যেতে হয়েছিল। দীর্ঘদিন প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরে আসেন,স্বামী হাফিজুর রহমান ব্যবসায়ী হলেও মুলত তাঁরই উৎসাহ অনুপ্রেরণায় কবি রানু হাফিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখা গুলোকে বই আকারে প্রকাশ করার প্রয়াস নেওয়া হয়।
এ বিষয়ে কবির ছোট ছেলে সাইদ আহমেদ সুজন বিবিসির ডিজিটাল সাংবাদিকতার সম্পাদকীয় প্রধান, তাদের বসবাস যুক্তরাষ্ট্রের আটলান্টা ও ম্যারিল্যান্ড হলেও মাকে তারা লেখার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছেন। রানু হাফিজ একজন গর্বিত মা ও কবি ।