স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে তেমন দাপুটে ক্রিকেট খেলতে পারেননি লিটন দাস। তবে প্রথমদিকে কয়েক বছর স্ট্রাগল করার পর ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করেন তারকা এই ওপেনার। তখন থেকেই একের পর এক অর্জনের পসরা সাজিয়ে বসেছেন তারকা এই ওপেনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁলেন লিটন। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম দুই হাজার রান করার রেকর্ডে শাহরিয়ার নাফিসের সঙ্গে ভাগ বসিয়েছেন তিনি। দুজনেই দুই হাজার রানের মাইলফলক ছুঁতে ইনিংস খেলেছেন ৬৫টি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ধীরগতির খেলায় গতি আসে প্রথম পাঁচ ওভারের পর। দশম ওভারের শেষ বলে একটি দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন তামিম।
তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। তাকে সাথে নিয়ে ১০১ রানের অনবদ্য এক জুটি গড়েন লিটন। উইকেট টিকিয়ে দায়িত্বশীল ব্যাটিং করার পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন লিটন।
এই ফিফটিতেই ওয়ানডে ক্যারিয়ারের দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন। ৭১ বলে ৭০ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে আউট হন তিনি। তবে তার দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।
লিটনের ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালের জুনে। সেই থেকে এখন পর্যন্ত মোট ৬৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ওপেনার। তাতে ৩৪ গড়ে তার রান ২০১৫।