নিজস্ব প্রতিবেদক: পারুলিয়া- কুলিয়ার লাবণ্যবতী খালের অবৈধ নেট,পাটা,জাল অপসারণ করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তরের নির্দেশনা মোতাবেক পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং কুলিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের নির্দেশে দফাদার নুরুল ইসলামের নেতৃতে বৃহস্পতিবার সকাল ৮টা হতে পারুলিয়া ও কুলিয়া লাবন্যবতী খালে অবৈধ নেট, পাটা, জাল, গাছের পালা জাতীয় কোমর অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, গ্রাম পুলিশ আলামিন, কুলিয়া ইউপি গ্রাম পুলিশ বিশু, হরলাল মল্লিক প্রমুখ। উপস্থিত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, অবৈধ নেট, পাটা, জাল, কোমর থাকার কারণে খালের স্রোত হ্রাস পাচ্ছে । এজন্য এগুলো অপসারণ করা হচ্ছে। এখন খালের স্রোত বেগবানসহ প্রাণচাঞ্চল্য ফিরে পাবে।