সাতনদী অনলাইন ডেস্ক: মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নিজের ওরসজাত মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে লম্পট পিতা নূর উদ্দিন মিঠুর বিরুদ্ধে। রোববার রাতে স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে মেয়েকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে। সোমবার সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবিব আবদুল্লা ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
মঙ্গলবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করার কথা রয়েছে। ১৬ বছর বয়সী একমাত্র মেয়েকে ধর্ষণের ঘটনার সংবাদে মীরসরাইজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
জোরারগঞ্জ থানার এসআই শরীফুজ্জামানের নেতৃত্বে এসআই আজিজ ও এএসআই আমজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে কন্যাকে ধর্ষণের অভিযুক্ত পিতা মিঠুকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।