নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা থেকে পাঠানো নমুনায় সর্বপ্রথম এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবক বিনেরপোতা এলাকার বেসরকারি সংস্থা ঋশিল্পীর হ্যান্ডিক্যাফটের প্রডাকশন ম্যানেজার চাকরি করেন। শুক্রবার সকালে ওই যুবকের লকডাউন বাড়িতে হাজির হন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ্।
ওই যুবক তালা উপজেলার নগরঘাটা গ্রামের কাপাসডাঙ্গা গ্রামের বাসিন্দা। বৃৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ থেকে তার শরীরে করোনা আক্রান্তের খবর দেওয়া হয়।
এরপর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন রাতেই ওইবাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন ঘোষনা করেন।
করোনা আক্রান্ত যুবক ও তার পরিবারের সাহস জোগাতে স্থানীয় এমপি ও নগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ওই বাড়িতে যান।
যাওয়ার পর ফেসবুক বার্তায় সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের বাড়িতে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও মেম্বর লক্ষীকান্তসহ সঞ্জয়ের (করোনা আক্রান্ত) মানসিক শক্তি অটুট আছে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রতিবেশীরা সকল প্রকার সহযোগিতার হাত সম্প্রসারিত করার মানসিকতা নিয়ে তার পাশে আছে।
এদিকে, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব সরদার বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে খুলনা থেকে বিষয়টি জানিয়েছে। এরপর তালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি টিম করোনা শনাক্ত হওয়া ওই যুবকের বাড়িতে পাঠানো হয়।
তিনি বলেন, ওই যুবকের বাড়িসহ আশপাশের দশটি ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। ওই যুবককে বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার মত অবস্থার সৃষ্টি হয়নি। তার পরিবার আশপাশের লোকজনের নমুনা সংগ্রহ করেও পরীক্ষা করা হবে।