হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ– কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ ও ভ্রাম্যমান আদালতে বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬-জুন) বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে হোসেনপুর গ্রামে গেলে।
এসময় তারা টের পেয়ে কন্যা পক্ষ ও বর পক্ষের লোকজন ছুটে পালিয়ে যায়। ঘটনাস্থলে বর একই ইউনিয়নের শংকরকাটী গ্রামের আব্দুল হান্নান এর ছেলে হাবিবুর রহমান (২৫) কে আটক করে। পরবর্তীতে বাল্য বিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে কৃষ্ণনগর বাজারে লকডাউনের সময় দোকান খোলা রেখে হালখাতা করার অভিযোগে দোকানদার আশরাফুজ্জামানকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।