নিজস্ব প্রতিবেদক:
শনিবার দুপুর ১২টায় কুশখালীর ছয়খালী রাস্তার উপর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় গাঁজা সহ আটক হয় জাহিদ নামের এক যুবক। কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে তিন কেজি গাঁজার মূল মালিকরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নামে র্যাব। মাদক ব্যবসায়ীদের ধরতে ক্রেতা সেজে যোগাযোগ করে র্যাব। শনিবারে গাঁজার চালান দেওয়ার জন্য রউফের ছেলে জাহিদ কে পাঠায় গাঁজার মূল ব্যবসায়ী সদরের দক্ষিণ কুশখালী গ্রামের মক্তবমোড়ের কুতুবুদ্দিনের ছেলে আক্তারুজ্জামান ও মফিজুলের ছেলে আমিনুর রহমান। গাঁজা চালান পৌছে দিতে তারা জাহিদকে পাঠায়। এ সময় ক্রেতাবেশী র্যাব জাহিদকে তিন কেজি গাঁজাসহ আটক করে। জাহিদকে আটক করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূলহোতা আক্তারুজ্জামান ও আমিনুর।
র্যারেব অভিযানে তিন কেজি গাঁজা আটক, ধরাছোঁয়ার বাইরে মূলহোতা
পূর্ববর্তী পোস্ট